রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

সব কাজে আমাদের রাজনীতি যুক্ত করা উচিত নয় : ওবায়দুল কাদের 

 

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ২০৩০ সালের মধ্যে আরও ছয়টি মেট্রোরেলের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার  বিকালে আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প এমআরটি লাইনের একটা মাইলস্টোন অতিক্রম করতে যাচ্ছি। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত আজ প্রথম ট্রায়াল রান হতে যাচ্ছে। মেট্রোরেলের এটাই আমাদের প্রথম কাজ। এরপর আমরা আরও পাঁচটি লাইন এনেছি। আপনারা জানেন, পাতালরেলের কাজ শুরু হয়েছে। মোট ছয়টি মেট্রোরেল ঢাকায় যুক্ত হবে। ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেলের কাজ সম্পন্ন করতে পারবো।’

এই সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সরকার কাজের মাধ্যমে বারবার প্রমাণ করেছে তারা শুধু মুখে বড় বড় কথা বলেন না। শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা। আর আগামী অক্টোবরের শেষে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ উদ্বোধনের পর জনসাধারণের জন্য তা উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

মেট্রোরেলকে জাতির বিশাল সম্পদ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘সব কাজে আমাদের রাজনীতি যুক্ত করা উচিত নয়। রাজনীতির জায়গায় রাজনীতি। আর রাজনীতি করলেই এ ধরনের পরিকল্পনা করা যায় না, ভিশন থাকতে হয়। সে ভিশন আছে বলেই শেখ হাসিনার সরকার এ ধরনের মেগা প্রকল্প একে একে করতে পারছে। শুধু মুখে বলিনি, বাস্তবায়ন করে জাতিকে দেখাচ্ছি।’

অনলাইন আপডেট

আর্কাইভ